অন্তত থানার চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন কমিশনার মাইনুল হাসান।
সভায় ডিএমপির থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান সংশ্লিষ্ট বিভাগকে থানার অবকাঠামো ঠিক আছে কি না জানতে চান এবং মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের নিজস্ব যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেছেন।