রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলায় তিতাসের লাইনে বিস্ফোরণে দগ্ধ হন মো. মেহেদী হাসান শাওন (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গত ১ মে দগ্ধ হন। শনিবার (৬ মে) ভোর সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয়েছে।
১ মে ধুপখোলা বাজার এলাকায় ওয়াসার লাইন মেরামতের সময় তিতাসের গ্যাসলাইনে বিস্ফোরণ হয়ে দগ্ধ হন তিনি। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
নিহতের বন্ধু হাসান জানান, আমার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।বাজার করার জন্য বের হয়ে ওই ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, গেন্ডারিয়া থেকে গত এক তারিখে মেহেদী হাসান নামে একজন ভর্তি হয়। শনিবার (৫ মে) সকাল ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ২০ নম্বর বেডে তার মৃত্যু হয়।
তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল বলেও জানান তিনি।