দশ মেধাতালিকা দিয়েও শিক্ষার্থী খুঁজে পায়নি ইবি - দৈনিকশিক্ষা

দশ মেধাতালিকা দিয়েও শিক্ষার্থী খুঁজে পায়নি ইবি

ইবি প্রতিনিধি |

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে একে একে ১০টি মেধাতালিকা দিয়েও ভর্তির জন্য শিক্ষার্থী খুঁজে পায়নি। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছে। কিন্তু ইবি এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। গতকাল দশম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৫ জন শিক্ষার্থী। এখনো খালি রয়েছে ৩০৫টি আসন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম এ তথ্য জানান।  

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছর অন্তর্ভুক্ত মোট ২ হাজার ২০টি আসন রয়েছে। গত বছরের ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে দশম ধাপের মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গতকাল। কয়েকটি মেধাতালিকা পর্যালোচনা করে দেখা যায়, গণবিজ্ঞপ্তি দেওয়ার পরও শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। গণবিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছেন তাঁদের ভর্তির জন্য মেধাতালিকা দেওয়া হচ্ছে বারবার। কিন্তু আবেদনকারী শিক্ষার্থীরাই ভর্তি হচ্ছেন না। সর্বশেষ অষ্টম ও নবম মেধাতালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি হয়েছেন ৭৭ ও ৫৮ জন শিক্ষার্থী।

আসন খালি থাকায় শিগগির ১১তম মেধাতালিকা প্রকাশ করার কথা। তারপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে। এদিকে পরীক্ষার প্রায় ছয় মাসেও ভর্তি কার্যক্রম শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই দীর্ঘসূত্রতার কারণ হিসেবে গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়াকে দায়ী করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ বলেন, গুচ্ছের ভর্তি প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। বিষয়টি হতাশাজনক। শিক্ষকদের মধ্যেও এ নিয়ে হতাশা কাজ করছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুস সালাম বলেন, ‘এটা জাতীয় সিদ্ধান্ত। চাইলেই আমরা বের হতে পারি না। কেন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেটা পর্যালোচনা করে দেখতে হবে।’

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033838748931885