দৈনিক শিক্ষাডটকম, টাঙ্গাইল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে এবং নতুন কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আগামী তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, শিক্ষক নিয়োগের ফলে শিক্ষকদের যে পদগুলো শুন্য রয়েছে সেগুলো পূরণ হবে। এতে করে ভালো ফলাফল আশা করছেন প্রতিমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরহাদ হোসেনসহ অন্যান্য শিক্ষককেরা উপস্থিত ছিলেন।