চলতি বছর দাখিল পরীক্ষায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব দাখিল পরীক্ষার্থী অংশ নিয়ে অতিরিক্ত বিষয় ছাড়া এক বিষয়ে ফেল করেছেন ও রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করে আগামী বছরের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০০ টাকা ফি দিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দাখিল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবেন। আগামী বছর দাখিল পরীক্ষায় অংশ নিতে ২৯ ডিসেম্বরের মধ্যে তাদের মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন নবায়ন করে নিতে হবে। আর অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। এক বিজ্ঞপ্তিতে দাখিলের রেজিস্ট্রেশন নবায়নের প্রক্রিয়া জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাখিলের রেজিস্ট্রেশন নবায়নে মাদরাসার প্যাডে প্রতিষ্ঠান প্রধানের আবেদন, মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার ফটোকপি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে দুইশত টাকার ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডারসহ (বিলম্ব ফি ছাড়া) ২৯ ডিসেম্বরের মধ্যে অবশ্যই বোর্ডে দাখিল করে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করে নিতে হবে।
বোর্ড আরও জানিয়েছে, বিলম্ব ফিসহ মোট তিনশ টাকার ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার, মাদরাসার প্যাডে প্রতিষ্ঠান প্রধানের আবেদন, মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার ফটোকপি বোর্ডে জমা দেয়ার সর্বশেষ ১৫ জানুয়ারি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।