দাবদাহ কমাতে দিনের বেলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখা এবং বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য বিপণি বিতানের ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছে দোকান মালিক সমিতি শীর্ষ এক নেতা।
রোববার সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সারা দেশের ওপর দিয়েই দাবদাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ৪২/৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠছে।
‘এ কারণেই আমি সারাদেশের মার্কেট ও বিপণি বিতানের ব্যবসায়ীদের অনুরোধ করবো, খুব প্রয়োজন না হলে দিনের বেলা এয়ারকন্ডিশন চালাবার কোনও প্রয়োজন নেই। এবং বিদ্যুতের ব্যবহারটাও আমরা যেন কমিয়ে রাখি।’
তিনি বলেন, বিদ্যুতের গরম এবং দাবদাহের গরম একত্রিত হয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি করছে। আমি সবাইকে বলবো, আমাদের হাতে আর ৫/৬টা দিন আছে। এই ৫/৬টা দিন যাতে আমরা খুব সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি।
গত কয়েকদিন ধরে সারাদেশে দাবদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আট জেলায় চলছে তীব্র দাবদাহ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক চার। ঢাকার এই তাপমাত্রা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি।