দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা পবিপ্রবি শিক্ষকদের - দৈনিকশিক্ষা

দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা পবিপ্রবি শিক্ষকদের

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রতিক সময়ে শিক্ষকদের সাথে সংঘটিত বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হওয়ায় প্রশাসনের নিকট পবিপ্রবি শিক্ষক সমিতি সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। একই সাথে দাবি আদায় না হলে সব ধরণের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। 

স্মারকলিপিতে উল্লেখিত সমস্যা সমূহের মধ্যে রয়েছে-

১) পরীক্ষা চলাকালীন অবস্থায় শিক্ষক তালাবদ্ধ হওয়ার ন্যাকারজনক ঘটনার তদন্ত রিপোর্ট জমা হওয়া স্বত্ত্বেও প্রশাসন কর্তৃক অধ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ না করা;

২) তদন্তে কোন প্রকার দোষী সাব্যস্ত না হওয়া স্বত্ত্বেও একজন শিক্ষককে প্রশাসন পক্ষপাতদুষ্ট হয়ে সব কোর্স ও পরীক্ষা হতে অব্যাহতি/শাস্তি প্রদান করা;

৩) শিক্ষকদের পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা;

৪) ভর্তি পরীক্ষার সমুদয় অর্থ খরচের ক্ষেত্রে প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত করা;

৫) বাসা বরাদ্দের ক্ষেত্রে নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে শিক্ষকদের বঞ্চিত করা;

৬) একাডেমিক ভবনের সামনে শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় অদ্যাবধি কোন প্রকার তদন্ত ও বিচার না হওয়া; এবং

৭) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র বহিরাগত ও মাদকসেবীদের অবাধ বিচরণ, একাডেমিক ভবনের সামনে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার, একাডেমিক ভবনে রাতের আধারে শিক্ষকদের কক্ষ ভাংচুরে শিক্ষকদের নিরাপত্তা ব্যহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রক্টরের নির্লিপ্ত ভূমিকা পালন করা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, উল্লেখিত ঘটনাসমূহ ছাড়াও বিগত সময়ে দাবিকৃত অমীমাংসিত বিষয়গুলোর গ্রহণযোগ্য সমাধান ও সুষ্ঠু বিচার দাবি করে পবিপ্রবি শিক্ষক সমিতি প্রশাসনকে যথাসময়ে অবহিত করে বিবৃতি ও স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটাই পরিলক্ষিত হয়েছে যে, প্রশাসন শিক্ষক সমিতির এ সকল দাবিকে উপেক্ষা করেছে এবং শিক্ষকদের সমস্যা সমাধানে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। সাধারণ শিক্ষকদের মনের কথা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা বারবার বলার পরও প্রশাসন বরাবরের মতোই নির্লিপ্ত ভূমিকা পালন করে যাচ্ছে, সাধারণ শিক্ষকদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ ধীরে ধীরে বেড়েই চলছে।

এ সকল সমস্যার প্রেক্ষিতে গত ১১ অক্টোবর এক সাধারণ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উক্ত সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে তিন দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখিত দাবি আদায়ে না হলে আগামী ১৬ অক্টোবর একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। একইসাথে আগামী ১৭ অক্টোবর থেকে সব ধরণের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া জানান, বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মানহানি হওয়ায় তার সুষ্ঠু সমাধান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সাধারণ শিক্ষকদের সর্বসম্মতিক্রমে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে - dainik shiksha স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে - dainik shiksha এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি - dainik shiksha অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল - dainik shiksha গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ - dainik shiksha ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস - dainik shiksha সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস please click here to view dainikshiksha website Execution time: 0.0034139156341553