দৈনিকশিক্ষাডটকম, জবি : গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে দশ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। দাবি না মানলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকতে চায় না বলে জানানো হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জবিশিস নেতারা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা রক্ষা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং ছাত্র-ছাত্রীদের হয়রানী রোধের জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে তারা ঘোর আপত্তি জানিয়ে আসছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে তৎকালীন শিক্ষামন্ত্রীর অনুরোধে এবং গুচ্ছের সীমাবদ্ধতাগুলো দূর করা হবে বলে আশ্বাসের দেয়া হয়। তৎকালীন উপাচার্যের বিশেষ অনুরোধে জবি শিক্ষক সমিতি ১০ দফা দাবি জানিয়ে দ্বিতীয় বারের মতো গুচ্ছে যেতে রাজি হলেও সেসব শর্ত পূরণ হয়নি।
শিক্ষার্থীদের দুর্ভোগ বৃদ্ধির কারণগুলো নিরসনের পদক্ষেপ নেয়া এবং গুচ্ছ পরিচালনাকারীদের অদক্ষতার সীমাবদ্ধতাগুলো সমাধান করা হয়নি, যার ফলে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভোগান্তি না কমে বরং তা চরম আকার ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বহুবার অপেক্ষমান তালিকা দিয়েও জবির বিভাগগুলোর আসন সংখ্যা পূরণ করা সম্ভব হয়নি। ফলে জবির শিক্ষার গুণগত মান দিন দিন নিম্নমুখী হচ্ছে এবং অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, আমাদের বাধ্য হয়ে গুচ্ছে যেতে হচ্ছে। গুচ্ছ থেকে বের হওয়ার ছোট স্কোপ পেলেও আমরা যেতে চাই না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। শিক্ষক সমিতির ১০ দাবি কার্যকর নাহলে শিক্ষকরা গুচ্ছে যেতে চায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর গুচ্ছ চাপিয়ে দেয়া হচ্ছে।