দিনাজপুর বোর্ডে ফল বিভ্রাট - দৈনিকশিক্ষা

দিনাজপুর বোর্ডে ফল বিভ্রাট

আমাদের বার্তা, কুড়িগ্রাম |

দিনাজপুর বোর্ডে এইচএসসি ও সমমানের ফল ২ বার প্রকাশ করা হয়েছে। প্রথমে যে ফল প্রকাশ করা হয়েছিলো তাতে অংশ নেয়া পরীক্ষার্থীর ও পাস করা পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। পরে শিক্ষা বোর্ড সংশোধিত ফল প্রকাশ করলে এ বিভ্রাট কেটে যায়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ড ফল প্রকাশ করার পরে পরীক্ষার্থীরা এমন অভিযোগ করে।

জানা যায়, সারাদেশে একযোগে বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। দিনাজপুর বোর্ড ঘোষিত ফলাফল অনলাইন থেকে ডাউনলোড করার পর পরীক্ষায় অংশ নেয়া ও পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যায় ব্যাপক গড়মিল দেখা যায়। এ নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা বিপাকে পড়েন।
ফলাফলে দেখা যায় ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চিলমারী মহিলা ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন ১১৮ জন। সেখানে পাস করেছেন ৮৫ জন। কিন্তু প্রথম প্রকাশিত ফলাফল শিটে মোট পাসের সংখ্যা ১৭০ জন দেখা যায়। একইভাবে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের রেজাল্টে দেখা যায় ওই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ২২০ জন। পাস করেছেন মোট ১১৪ জন। কিন্ত প্রথমে প্রকাশিত ফলের শিটে মোট পাসের সংখ্যা দেখা যায় ১৬৯ জন।

এ ব্যাপারে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মণ বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল মঙ্গলবার সকালে প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফল ডাউনলোড করে অসামাঞ্জস্য ফলাফল দেখে বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে দিনাজপুর বোর্ড থেকে সংশোধিত ফলাফল প্রকাশিত হলে ফলাফল নিয়ে বিভ্রাট কেটে যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যানুযায়ী চূড়ান্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, এবারেও চিলমারীতে ফলাফলের শীর্ষ স্থানে রয়েছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ। কলেজটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২২০ জন। এরমধ্যে পাস করেছেন ১৬৯ জন, জিপিএ ৫ পেয়েছেন ১৫ জন, পাসের হার ৭৬ দশমিক ৮২ শতাংশ। চিলমারী সরকারি ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ২১৬ জন। এরমধ্যে পাস করেছেন ১৫০ জন, জিপিএ-৫ পেয়েছেন ২ জন, পাসের হার ৬৯ দশমিক ৪৪ শতাংশ। চিলমারী মহিলা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ১১৮ জন। এরমধ্যে পাস করেছেন ৮৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ৪ জন, পাসের হার ৭২ দশমিক ০৩ শতাংশ ও চিলমারী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মোট পরীক্ষার্থী ছিলেন ১৬৭ জন, পাস করেছেন ১২৭ জন, পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ। 

এদিকে মাদরাসা বোর্ডে ফলাফলে দেখা যায়, রাজারভিটা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার মোট ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৮ জনই পাস করেছেন, পাসের হার শতভাগ। বালাবাড়ী হাট আইএমএস ফাযিল ডিগ্রি মাদরাসার ২১ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে পাস করেছেন ১৯ জন, পাসের হার ৯০ দশমিক ৪৭ শতাংশ। চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় মোট ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে পাস করেছেন ৫০ জন। রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদরাসা মোট ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পাস করেছেন ৪২ জন।

 

১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত - dainik shiksha ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবশেষে নির্ধারিত হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা - dainik shiksha অবশেষে নির্ধারিত হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা - dainik shiksha হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা বাউবিতে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ - dainik shiksha বাউবিতে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ এইচএসসির ফল: দুর্বলদের পোয়াবারো - dainik shiksha এইচএসসির ফল: দুর্বলদের পোয়াবারো ৭ মার্চ, ১৫ আগস্টসহ বাতিল হচ্ছে জাতীয় আট দিবস - dainik shiksha ৭ মার্চ, ১৫ আগস্টসহ বাতিল হচ্ছে জাতীয় আট দিবস একসঙ্গে এইচএসসি পাস করলেন স্বামী-স্ত্রী - dainik shiksha একসঙ্গে এইচএসসি পাস করলেন স্বামী-স্ত্রী এইচএসসি ও সমমানে গড় পাস ৭৭ দশমিক ৭৮ শতাংশ - dainik shiksha এইচএসসি ও সমমানে গড় পাস ৭৭ দশমিক ৭৮ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0053730010986328