বাংলাদেশ শিক্ষক সমিতির বড়বন্দর দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে (বাংলা স্কুল) এর হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি-বড়বন্দর দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মো. নেজামুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ও সচিব পদে জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির বড়বন্দর দিনাজপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাশিস জেলা কমিটির সদস্যসচিব ও বাশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নেজামুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সহ-সভাপতি জয়নাল আবেদীন, বাশিস উপজেলা সদর কমিটির সভাপতি আব্দুল আজিজ, সাবেক কোষাধ্যক্ষ মো. মকবুল হোসাইন, ওএফএম মোরশেদ-উল-আলম, জাহাঙ্গীর আলম, কৃষ্ণ কুমার রায়, রমেন রায়, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিনয় কুমার রায়, মো. জুয়েল।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. নেজামুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সচিব জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব তৈমুর ইসলাম জুয়েল, অর্থ সচিব মো. মোকশেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. আফজাল হোসেন, প্রচার সম্পাদক মোর্শেদ-উল-আলম, মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, ক্রিয়া বিষয়ক সম্পাদক আকতারুল ইসলাম রাঙ্গা নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেজামুল ইসলাম বলেন, সংগঠনকে শক্তিশালী ও বেগবান করতে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির বড়বন্দর দিনাজপুর জেলা শাখার সব সদস্যকে এগিয়ে আসতে হবে।
নব-নির্বাচিত সচিব মো. জয়নাল আবেদীন বলেন, অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত সহ্য করে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখাকে একটি প্রতিষ্ঠিত শিক্ষকদের সংগঠন হিসেবে দাঁড় করিয়েছি।
অনুষ্ঠানের সভাপতি ও নব নির্বাচিত সিনিয়র সভাপতি মিজানুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের অনেক সমস্যা রয়েছে। তার পাশাপাশি সংগঠনের পতাকা তলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এক হয়ে থাকি তবে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।