দীপু মনিসহ বিগত আওয়ামী লীগ সরকারের ১৮ জন সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও ২৪ জন সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের একজন আইনজীবীর তথ্যনির্ভর অভিযোগের আবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয় দুদক।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, দীপু মনি, তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, আনিসুল হক, টিপু মুনশিসহ আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে এই আইনজীবীর আবেদনে।
আবেদনে বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের শীর্ষে রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও আইনমন্ত্রী আনিসুল হক।
আর সংসদ সদস্যদের মধ্যে যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন, রাজশাহী–৪ আসনের এনামুল হক, পিরোজপুরের আনোয়ার হোসেন ও মাদারীপুরের নূরে আলম চৌধুরীর নাম এসেছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে।
দুদক কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান করে অবৈধ সম্পদের তথ্যের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। অনুসন্ধানের জন্য দুদকের তিনজন পরিচালকের নেতৃত্বে পৃথক তিনটি টিম গঠন করা হয়েছে।