দুই দিন অচল থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বৈঠকের পর রোববার দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালাচল শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন। তিনি বলেন, সকালে ১১টার দিকে রেলওয়ের ভিআইপি লাউঞ্জে চবি প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মিটিং হয়েছে। সেখানে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। দুপুরের পর (২টা ৫০ মিনিটে) বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। এরপর থেকে স্বাভাবিক শিডিউলে ট্রেন চলাচল করবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ ৫০০ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনে নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় চৌধুরী হাট এলাকায় ভেঙ্গে পড়া গাছের সঙ্গে ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী আহত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরসহ ট্রেনের লোকোমাস্টার ও গার্ডকে লঞ্ছিত করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চালক ও গার্ডকে মারধর ঘটনায় নিরাপত্তার অভাবে চালক ও গার্ড ট্রেন চালাতে রাজি না হওয়ায় দুই দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে।