দৈনিক শিক্ষাডটকম, পাবনা: পাবনার চাটমোহরে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো সেই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৯ মে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা চাটমোহর পৌর এলাকার আরাজি উথুলী খামারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল (২২)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ায় পায়েলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
আরো পড়ুন: দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
উল্লেখ্য, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আরাজি উথুলী খামারপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লামকে (২০) হাতুড়ি দিয়ে পেটানো হয়। লামের চিৎকারে তার যমজ বোন মিম এগিয়ে এলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তার বাবা-মা মিলে যমজ দুই বোনকে বেধড়ক মারধর করে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা এখনো চিকিৎসাধীন।
এ বিষয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন আহত দুই বোনের বাবা রেজাউল করিম রিজু। পুলিশ ছাত্রলীগ নেতা পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রবিবার পায়েল ও তার মা আদালত থেকে জামিন পেলেও বাবা রফিকুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।