দৈনিকশিক্ষাডটকম, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাদরাসার অধ্যক্ষের সামনে দুই শিক্ষকের মারামারি হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে মাদরাসার পরিচালনা পর্ষদ অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করে।
এর আগে উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় গতকাল মঙ্গলবার দুই শিক্ষকের মারামারি হয়।
মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে মাদরাসার শিক্ষক দিদার হোসেন নবম শ্রেণির ক্লাস নিতে গিয়ে কিছুটা বিলম্ব করেন। ক্লাস শেষে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন তিনি। ক্লাসে বিলম্ব হওয়ার কারণ জানতে চান অধ্যক্ষ। একপর্যায়ে কথার মাঝে হাসান নামে আরেক শিক্ষক অধ্যক্ষের সঙ্গে দিদারকে শাসিয়ে তর্কে জড়ান। এ নিয়ে অধ্যক্ষের সামনেই শিক্ষক দিদার ও হাসানের মারামারি হয়। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনার পর আজ বুধবার সকালে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদরাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন করে মাদরাসার শিক্ষার্থীরা। পরে মাদরাসা পরিচালনা পর্ষদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
তবে এ ঘটনার বিষয়ে কথা কোনো কথা বলেননি মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হাসেম হাসু বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত ওই দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। শিক্ষকদের এমন অশালীন আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে ফেরে।