দুর্গোৎসবের সপ্তমী পূজার দিনে কোনো পরীক্ষা নেই বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগের সময়সূচি অনুযায়ী ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা সপ্তমী পূজার দিনে হওয়ার কথা ছিলো। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সময়সূচি পরিবর্তন করেছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এর আগে দৈনিক সমকাল পত্রিকায় ‘দুর্গাপূজার সপ্তমীতে অনার্স পরীক্ষার সময়সূচিতে ক্ষোভ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে প্রকাশিত "দুর্গাপূজার সপ্তমীতে অনার্স পরীক্ষার সময়সূচিতে ক্ষোভ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের" শীর্ষক শিরোনামের সংবাদটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। তারই প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরইমধ্যে অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে ২০ অক্টোবর থেকে শুরু হওয়ার নতুন সময়সূচি প্রকাশ করেছে। ফলে দুর্গাপূজার সপ্তমীতে কোনো পরীক্ষা নেই।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো সব ধর্ম ও বর্ণের ছাত্র-ছাত্রী অধ্যয়ন করে। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সবার ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী।