জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমান বলেছেন, জুলাই মাস ছাত্র-জনতার বিজয়ের মাস। হাজার হাজার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসনমুক্ত হয়েছে। দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষক ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মো. ছিদ্দিকুর রহমান বলেন, আমরা লক্ষ্য করছি, দেশের আগামী প্রজন্ম ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইসলামি স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। এ সময় তিনি গণহত্যার বিচার, কারিকুলাম-২১ বাতিল, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী আবু ইউসুফ, বাণীবহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা মো. আসাদুজ্জামান, কল্যানপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুস সালাম বক্তব্য দেন।
এ সময় জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সদস্য হাফেজ মো. সাব্বির হোসাইন, মো. রফিকুল মিলন, মো. আব্দুল্লাহ, মো. আব্দুর রহিম সুমন, মো. আব্দুল আলিম, আব্দুর রহমান সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে চিকিৎসার দায়িত্ব গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কছে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে আন্দোলনে নিহত সবার জন্য মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।