পীরগঞ্জ পাইলট স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, অভিযুক্ত প্রধান শিক্ষক মফিজুল হককে সাময়িক বরখাস্ত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অভিযোগের তদন্ত চলাকালে খোদ বিদ্যালয়ের শিক্ষকরা অনিয়ম-দুর্নীতি-বৈষম্য-স্বজনপ্রীতি ও হয়রানির বিচার চেয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়।
জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল হকের অপসারনের দাবীতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও ঘেরাও অবরোধ কর্মসূচি পালনের এক পর্যায়ে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে তারা দুর্নীতির হিসাব চেয়ে ইউএনও বরাবরে আবেদন করেন। প্রেক্ষিতে ইউএনও, এসিল্যান্ডকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্নভাবে বিদ্যালয়ের বিতর্কিত বিষয়গুলোর তথ্য সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সভাপতি বরাবরে আবেদন করলে সভাপতি অস্পষ্ট কারণে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে। বিষয়টি পরে জেলা প্রশাসক বরাবরে আপিল করা হয়।
বিষয়টি তদন্তাধীন থাকার পর্যায়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল সাজু সহ ২১ জন শিক্ষক অনুরূপ অভিযোগ এনে প্রধান শিক্ষক মফিজুল হকের বিচার দাবি করে গত ১১ই নভেম্বর ইউএনও বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে ইউএনও দিনাজপুর শিক্ষাবোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্র-বিধানমালা -২০২৪ এর ৫৪(১) অনুচ্ছেদ মোতাবেক প্রধান শিক্ষক মো: মফিজুল হককে সাময়িক বরখাস্ত করেন এবং সহকারী প্রধান শিক্ষক মো: শাহজালালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।