দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত - দৈনিকশিক্ষা

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

আমাদের বার্তা, পিরোজপুর |

আমাদের বার্তা, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগে উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেছে। ইতিপূর্বে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের বিধি-বহির্ভূত ব্যয় ও বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিয়ম করায় বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সতর্ক করে। কিন্তু তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।

জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে  উত্থাপিত আর্থিক অনিয়মের সত্যতার প্রমাণ পায়।

পরে কমিটির সুপারিশ অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ের তহবিল তশরুফ বিধি বহির্ভূত ব্যয় নির্বাহ ও বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিয়মের অভিযোগে গত ২৫ মার্চ,  ২২ এপ্রিল ও ৯ মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। প্রধান শিক্ষক পর পর তিনটি কারণ দর্শানোর নোটিশের কোনো প্রকার সন্তোষজনক জবাব প্রদানের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন না করায় ১৯ মে বিদ্যালয় পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে কেন চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হবে না, এ বিষয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক গঠিত অভ্যন্তরীণ আরবিউশন কমিটির নিরপেক্ষ পর্যালচনার জন্য সভাপতির কাছে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়। বরখাস্ত  থাকাকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী মাসিক খোরাকি ভাতা পাবেন।  

এ বিষয়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাকে বরখাস্তের বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো নোটিশ আমি এখনো পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম ফরিদুজ্জামান  জানান,  দুর্নীতি ও বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিমের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহারিচালক,  শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দফতরে দেয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. আব্দুল হান্নান জানান, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে এক সহকারী শিক্ষকে দায়িত্ব দেয়ার একটি অনুলিপি তিনি পেয়েছেন।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031909942626953