দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর: গাজীপুর সদরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুর্নীতির অভিযোগে সাসপেন্ড গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ১৩ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ২৫ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রকিব উদ্দিন শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের তদন্ত শুরু করেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন।
মহাপরিচালক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠান। ঐ সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বরখাস্তের আদেশ গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।