হজ পালন ও তীর্থ গমনেচ্ছু ৪৫৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ ব্যবস্থায় ৩৯ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার ৯০১ টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। অবসরে যাওয়ার পর আবেদন করলে সঙ্গে সঙ্গে এ টাকা পাওয়ার কথা থাকলেও এসব শিক্ষককে তা পেতে দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, হজ পালন ও তীর্থযাত্রার জন্য কল্যাণ ট্রাস্টে আবেদনকারী ৪৫৫ শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে অনলাইন ব্যবস্থায় আরটিজিএসের মাধ্যমে বরাদ্দকৃত টাকা পাঠানো হয়েছে।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন টাকা কেটে রাখা হয় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য। অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করলে কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার কথা শিক্ষকদের। অবসরে যাওয়ার পর শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে টাকা পেতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়। অবসরে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণ ট্রাস্টে নিজের জমানো টাকা পেতে তাদের কোনো কোনো ক্ষেত্রে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।