নরসিংদীতে প্রথমবারের মত জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুল ম্যারাথন। এই ম্যারাথনের আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি। মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেসক্লাব।
শুক্রবার ( ৮ নভেম্বর) ভোর থেকে শুর হয় দৌড়। এবারের ম্যারাথনে তিনটি ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ।
ভোরেই উপজেলা পরিষদ মাঠে আসতে থাকেন আগে থেকেই রেজিস্ট্রেশন করা দৌড়বিদরা। ফুল ম্যারাথন নির্ধারিত হয় ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটারের।
দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্বপালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১১টার দিকে শেষ হয় সব ক্যাটাগরির ম্যারাথন।
সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানান অংশগ্রহণকারীরা।
ম্যারাথন শেষে বিজয়ীদের দেয়া হয় মেডেল, সম্মাননা সনদ ও গাছের চারা। তিন ক্যাটাগরিতে তিন জন করে মোট নয় জনকে দেয়া হয় পুরস্কার।
আয়োজকরা জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাজে বেশ ইতিবাচক প্রভাব রাখবে এই আয়োজন। মানসিক অবসাদ দূর করে সবার মধ্যে পারষ্পরিক সম্পর্কের বন্ধনে চলার পথকে আরো প্রাণবন্ত করে তুলবে। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।
আয়োজক কমিটি সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, ইন্টারনেটে নেতিবাচক আসক্তি এবং মাদকাশক্তিকে পেছনে ফেলে শরীরের গতির জন্য সকলে দৌড়াবে এটাই আমাদের লক্ষ্য । শারীরিকভাবে সুস্থতার বিকল্প নেই। একজন সুস্থ শরীর এবং উর্বর মস্তিস্ক জাতির এবং দেশের সম্পদ।