দৈনিক শিক্ষাডটকম, বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গালা নাইট’ নামে ছাত্র-ছাত্রীদের অশ্লীল নাচের একটি ভিডিও ভাইরাল হলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় পশ্চিমা সংস্কৃতির আমদানি করে দেশকে ভয়াবহ অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ও লিঙ্গবিকৃতির মতো জঘন্য পশ্চিমা কুসংস্কারগুলো প্রোমোট করছে। শিক্ষা কারিকুলামে শরিফ থেকে শরিফার মতো বিকৃত ধ্যান-ধারণা অন্তর্ভুক্ত করা নিয়ে সন্তানদের অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসায় ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের প্রথমদিনের আলোচনায় তিনি এ কথা বলেন। এতে পীর চরমোনাই ছাড়াও চরমোনাই দরবারের খলিফারা বিশেষ বয়ান করেন।
পীর চরমোনাই বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী সৃষ্টির আহ্বান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির। মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ।
রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান, যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করে পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য।
ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকুলতার মুখে টিকে থাকার জন্যে যে মানসিকতার প্রয়োজন, সিয়ামের সাধনার মধ্যেই তা অর্জিত হয়, তিনি বলেন। কুরআন নাজিলের মাসে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও জানান তিনি।