বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত মিনি কমিক বুক প্রকাশিত হয়েছে। প্রকাশক ও বিজ্ঞান শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সাইন্স বি’ দাবি করছে এটিই দেশের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দ্বারা নির্মিত প্রথম বই। বইটির নাম দেয়া হয়েছে ‘মানবজাতির গ্রহণ’।
সাইন্স বির ফেইসবুক পোস্ট অনুযায়ী জানা যায়, এটি একটি সায়েন্স ফিকশন কমিক বই। বইটির স্ক্রিপ্ট থেকে শুরু করে টাইটেল, ক্যারেক্টর বিল্ডিং, ইলাস্ট্রেশন সব কিছুই করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বইটির প্রত্যেকটি পাতার ছবিও তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
চ্যাটজিপিটি এবং মিডজার্নি এআই নামক দুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইটির গল্প তৈরি ও সেগুলোকে ইলাস্ট্রেটশনের কাজ করেছে। পাশাপাশি সহযোগী হিসেবে বইটির ট্রান্সলেশন এবং ফটোশপের কিছু কাজ করেছে সাইন্স বি টিম।