রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও গবেষকদের পেশাদারিত্ব ও জ্ঞানগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)’ প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ।
শনিবার (২৪ জুন) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ ডিগ্রিধারী বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাকর্মে নিয়োজিত ব্যক্তিদের এক সভায় এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। সভায় ঢাকার বাইরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনার পর ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক’ (বিপিএসএন) নামে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের একটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করা হয়। এরপর এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের যাত্রা ও কমিটি ঘোষণা করা হয়। এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরবর্তী দুই বছর (২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫) পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী (উপাচার্য, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি চট্টগ্রাম), অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও ড. জালাজ ফিরোজ (সাবেক পরিচালক, বাংলা একাডেমি)।
যুগ্মসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী (ঢাকা বিশ্ববিদ্যালয়)। আর কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ড. শরীফ আহমদ চৌধুরী (পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা) নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী (উপাচার্য, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি চট্টগ্রাম), অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও ড. জালাজ ফিরোজ (সাবেক পরিচালক, বাংলা একাডেমি)।
যুগ্মসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী (ঢাকা বিশ্ববিদ্যালয়)। আর কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ড. শরীফ আহমদ চৌধুরী (পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা) নির্বাচিত হয়েছেন।