জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মিরপুরের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস। মঙ্গলবার রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে অনুষ্ঠিত শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, শুভাশীষ কুমার বিশ্বাস ১৯৯৬ খ্রিষ্টাব্দে মডেল একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে গুণগত শিক্ষায় শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ে রয়েছে ৩টি ৬তলা ভবন, অডিটোরিয়াম, মাল্টিমিডিয়া ক্লাস রুম, ৩টি কম্পিউটার ল্যাব লাইব্রেরি, পরিচ্ছন্ন ওয়াসরুম, বৃষ্টির পানি পরিশুদ্ধ করার মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা, অগ্নি নিরোধক ব্যবস্থা, লিফট, সাবস্টেশন, বাস্কেটবল, ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্টসহ প্রশস্ত খেলার মাঠ।
নতুন প্রজনকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে স্কুলে স্থাপিত হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। বিদ্যালয়ের দেয়ালে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যূরাল ও ভাষা আন্দোলনের ম্যুরাল। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধকে জাগ্রত করে মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে ২০৪১ খ্রিষ্টাব্দের উন্নত বিশ্বের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে রয়েছে নৈতিক শিক্ষা ক্লাব, বিতর্ক ক্লাব, সাহিত্য সংসদ, পাঠকচক্র ক্লাব, সংগীত ক্লাব, আর্ট ক্লাব, গণিত ক্লাব, দাবা ক্লাব, ইংলিশ ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। বিদ্যালয়ে ছাদে ৩ হাজার ৫০০ বর্গফুট জায়গায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ছাদ বাগান,যা সারাদেশে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যালয়টি পর পর পাঁচবার মিরপুর শিক্ষা থানার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। ২০১৮ খ্রিষ্টাব্দেও জাতীয় শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের মর্যাদা লাভ করেছিলেন। ২০২৩ খ্রিষ্টাব্দেও মডেল একাডেমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠা সরকার রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।