রাজধানীর নটর ডেম কলেজে আয়োজিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা (অলিম্পিয়াড)। আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘যুব রেড ক্রিসেন্ট ক্লাব, নটর ডেম কলেজ’-এর আয়োজনে এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘GK Verse1.O’। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবেন।
এ প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে দেশের ২৫০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীরা এর মাধ্যমে নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন। নিজের শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাকে প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করতে পারবেন। তিনটি সিগমেন্টে বিজয়ীদের দেয়া হবে প্রশংসাপত্রসহ আকর্ষণীয় উপহার।
এ আয়োজনের পৃষ্ঠপোষক ‘বই মেলা’, ‘বই পিয়ন প্রকাশনী’, ‘অনন্য প্রকাশন’। মিডিয়া পার্টনার হিসেবে আছে, শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা ‘দৈনিক শিক্ষাডটকম’।
আয়োজন সম্পর্কে যুব রেড ক্রিসেন্ট ক্লাব মডারেটর মো. রাকিব হোসাইন রানা বলেন, সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান বিকাশের পথচলায় মানবসেবার পথকে সম্প্রসারিত করাই আমাদের লক্ষ্য।