দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : এমপিওভুক্তিতে ঘুষ, টাকার বিনিময়ে খণ্ডকালীন শিক্ষকদের জেলা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও নামধারী সাংবাদিকদের নিয়ে সিন্ডিকেট গড়াসহ বিভিন্ন অভিযোগে সরিয়ে দেয়া হয়েছে ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খানকে।
পাঁচ বছরের বেশি সময় ধরে একই পদে থেকে দুর্নীতির সিন্ডিকেট গড়াসহ নানা অভিযোগ সম্বলিত একাধিক প্রতিবেদন প্রকাশ হয় শিক্ষাবিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এ।
গত ৫ ফেব্রুয়ারি ‘সরেজমিন ঝালকাঠি শিক্ষা অফিস: সব কিছুর দাম বাড়ছে, ঘুষের রেটও তাই বেশি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরো পড়ুন : সব কিছুর দাম বাড়ছে ঘুষের রেটও তাই বেশি, ঝালকাঠি শিক্ষা অফিসে
অধিদপ্তরের অধিকতরো যাচাইয়ে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়ার পর ছিদ্দিকুরকে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। জেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, বদলি ঠেকাতে অসুস্থতাসহ নানা অজুহাত দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। জেলার শিক্ষক নেতাদের ডেকে বদলি ঠেকানোর তদবরি করতে স্থানীয় নেতার অনুরোধ করার অনুরোধ করেছেন বলে একাধিক শিক্ষক নেতা দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গত ১০ মার্চের আদেশে জানা যায়, পিরোজপুরের কাউখালী সরকারি কে. জি হাইস্কুলের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র সেনকে ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার পদে দেয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের অপর আদেশে কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার রাঙামাটির জুড়াছড়ির ভুবন জয় সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক পদে এবং গোপালগঞ্জের জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ সিদ্দিকুল ইসলামকে কুড়িগ্রাম সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পৃথক আদেশে এ তথ্য জানা গেছে।