দ্রুত চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর ইস্কাটনের সবজি বাগান এলাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে তারা অনশন শুরু করেন। পরে বিকেলে তারা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। বিকেল চারটায় তারা অবস্থান থেকে সরে যান।
সোমবার সকাল থেকে এনটিআরসিএ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন প্রার্থীরা। তাদের স্লোগান ছিলো, ‘এক দফা এক দাবি, গণবিজ্ঞপ্তি নিয়ে ফিরবো বাড়ি’, ‘বেকারদের নিয়ে প্রহসন চলবে না চলবে না’, ‘শেখ হাসিনার অঙ্গিকার থাকবে না কেউ বেকার’ ইত্যাদি।
প্রার্থীরা বলেন, গত নভেম্বরে চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে এনটিআরসিএ কর্মকর্তারা জানিয়েছিলেন। কিন্তু ৫ ডিসেম্বর পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। আমরা দ্রুত গণবিজ্ঞপ্তি চাই। সে দাবিতে অনশন করছি।
তারা আরও বলেন, বেকারত্ব আমাদের জীবনে হতাশা নিয়ে এসেছে। প্রিলি, রিটেন ও ভাইভা দিয়ে নিবন্ধিত হয়ে আমরা শিক্ষক হতে চাচ্ছি। কিন্তু এনটিআরসিএ আমাদের নভেম্বরে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বলেও তা করতে পারেনি। আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ চাই বা প্রকাশে সুনির্দিষ্ট তারিখ চাই।
বিকেল চারটায় নিবন্ধিত প্রার্থীদের নেতা এম এ আলম দৈনিক শিক্ষাডটকমকে জানান, লাগাতার অনশন কর্মসূচি ঘোষণা করা হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি। আমরা অবস্থান থেকে সরে যাচ্ছি।
চতুর্থ গণবিজ্ঞপ্তি সর্বশেষ অবস্থা নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। তবে এ সংক্রান্ত জটিলতা সোমবার দুপুর পর্যন্ত সমাধান হয়নি। তাই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। তবে, চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।