নওগাঁর মান্দায় ধর্ষণের শিকার হওয়া অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রীকে (১৩) খাবারের সঙ্গে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়েছে। এতে অসুস্থ হয়ে যাওয়া ওই শিক্ষার্থী মৃত্যুর ঝুঁকি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ওই ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল হক মোজামকে (৫৫) গ্রেফতার করে থানা পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত মোজাম্মেল হক মোজাম উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত জসিম প্রামাণিকের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাসনিম হোসেন আরিফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গর্ভপাতের কারণে স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ উপায়ে গর্ভপাত ঘটানোর ফলে মৃত্যুর ঝুঁকিতে পড়েছে সে। তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে তার আল্ট্রাসোনোগ্রাম করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো সে শঙ্কামুক্ত নয়।
ভুক্তভোগী ছাত্রী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রমজান মাসের কিছুদিন আগে এক রাতে তার পড়ার ঘরে গোপনে প্রবেশ করে প্রতিবেশী বৃদ্ধ মোজাম্মেল হক। এসময় তার বাবা-মা অন্য ঘরে ছোটভাইকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বৃদ্ধ তার ৬ বছর বয়সী ছোট ভাইকে হত্যা করার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে জোর করে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ছোট ভাইকে হত্যার ও গুমের হুমকি দেয়। এরপর থেকে একই হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধ তাকে পাউরুটির সঙ্গে ওষুধ খাইয়ে দেয়। এতে গতকাল বুধবার দুপুর থেকে তার পেটে প্রচন্ড ব্যথাসহ রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে টয়লেটে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।
ভুক্তভোগী ছাত্রীর মা দৈনিক শিক্ষাডটকমকে জানান, শব্দ শুনে টয়লেটে গিয়ে দেখি তার মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর তাকে বাড়িতে রেখেই সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা গতকাল বুধবার রাতে মোজাম্মেল হকের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে।