দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে জুজুৎসু খেলার প্রশিক্ষক এবং বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটন ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
রফিকুল ইসলামকে রাজধানীর শাহ আলী এবং নারী সহযোগীকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ মে) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন জুজুৎসু অ্যাসোসিয়েশনের এক নারী খেলোয়াড়। এরপর র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম জুজুৎসু খেলার প্রশিক্ষক এবং বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অ্যাসোসিয়েশনের অধিকাংশ প্রশিক্ষণার্থীই নারী।
র্যাবের মুখপাত্র বলেন, রফিকুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের মতো পদে থেকে প্রশিক্ষণার্থীদের ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং বিদেশভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো অপকর্ম করতেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ ছাড়া তাঁর অনৈতিক কার্যকলাপের কারণে অ্যাসোসিয়েশনের অপ্রাপ্তবয়স্ক মেয়ে খেলোয়াড় অন্তঃসত্ত্বা হলে তাদের গর্ভপাত করানোর মতো ভয়ংকর কাজও করেছেন বলে জানা যায়।
কমান্ডার আরাফাত ইসলাম জানান, অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে ঢুকে রফিকুল তাঁদের ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখতেন। পরে ওই সব নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেন। এ রকম একাধিক ঘটনা ঘটেছে।