দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনও তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
আনার হত্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। প্রধানমন্ত্রী তাকে ধৈর্য ধরতে বলেছেন।
মুমতারিন ফেরদৌস ডোরিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২২ মে) বিকেলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে।’
এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে যান ডোরিন। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বাবা হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।’
সংসদ সদস্য আনারের দুই কন্যার মধ্যে ডোরিন ছোট। বড় কন্যা চিকিৎসক আর ছোটকন্যা ডোরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে পড়ছেন।
ডোরিন বলছেন, ‘সর্বশেষ বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছিল। বাবা তাকে বলেছিলেন, তিনি দুদিনের মধ্যেই ভারত থেকে ফিরবেন। তিনি ঢাকায় ফিরে তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবেন।’
পরিবার থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে ডরিন বলেন, ‘আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারছি না।’