মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নওগাঁয় তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ শুরু হয়েছে। নওগাঁ জিলা স্কুলে এ প্রশিক্ষণ শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার। সোমবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণে জেলার ১১টি উপজেলার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকা মোট ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নিয়েছেন জেলার সদর উপজেলা থেকে ১০ জন, মহাদেবপুর থেকে ৮ জন, বদলগাছী থেকে ৬ জন, মান্দা থেকে ৩১ জন, আত্রাই থেকে ১৫ জন, রাণীনগর থেকে ৫ জন, ধামইরহাট থেকে ১১ জন, পত্নীতলা থেকে ২৪ জন, সাপাহার থেকে ১৯ জন, পোরশা থেকে ৯ জন এবং নিয়ামতপুর থেকে ১২ জন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, আমাদের জেলায় যে প্রতিষ্ঠান গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে সে প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে ইন-হাউস প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস হয়।