জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে সঞ্জয় কুমার মুখার্জীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। সোমবার বিকেলে তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। তিনি বিদায়ী প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের স্থলাভিষিক্ত হবেন।
উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ভিন্ন দুইটি আদেশে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজিরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রক্টর ও সহকারী প্রক্টরদের নিয়োগ কয়েকটি শর্ত দ্বারা নির্ধারিত থাকবে। তাদের যোগদানের তারিখ থেকে নিয়োগ আদেশ কার্যকর হবে।