জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘গবেষণা পদ্ধতি ও মানসম্মত গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বুধবার সকালে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য বলেন, গবেষণা ও পিএইচডি করা অত্যন্ত ধৈর্যের কাজ। আর এই কঠিন কাজের জন্য রিওয়ার্ড ও ইনসেন্টিভ থাকা প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে গবেষকদের রিওয়ার্ড ও ইনসেন্টিভের ব্যবস্থা করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, গবেষণার প্রাইমারী ডেটা ভালো হলে গবেষণার গ্রহণযোগ্যতা বাড়ে। এ ছাড়া গবেষণায় কী, কখন ও কীভাবে এই উত্তরগুলো থাকা প্রয়োজন বলেও প্রধান অতিথি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং সভাপতি হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম. সোহরাব উদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।