দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মোবাইল ব্যাংকিং সেবার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরেরে অভ্যন্তরীণ বৃত্তি প্রদান কার্যক্রম। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ফলে শিক্ষার্থীরা এখন ঘরে বসেই তাদের বৃত্তির টাকা হাতে পাবেন।
এ কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষার্থীদের মেধাবৃত্তি তাদের হাতে যথাযথভাবে যথাসময়ে পৌঁছানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটি হলো আধুনিক ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ হস্তান্তর। আগে যেটি তাদের সশরীরে এসে নিতে হতো। এখন ঘরে বসেই তারা মোবাইল ফোনের মাধ্যমে তা হাতে পাবে। আমরা এভাবে স্মার্ট ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম।
রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৫৭৬ জন। এর মধ্যে মেধায় ১৭৩ জন, সাধারণ ৩৮০ জন ও প্রতিবন্ধি ক্যাটাগরিতে ২৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। মেধায় বৃত্তিপ্রাপ্তরা ৩৫০০ টাকা ও সাধারণ/প্রতিবন্ধী কোটায় ২৭০০ টাকা করে বৃত্তিপ্রাপ্ত হবেন। বিকাশ/নগদের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের মোবাইলে বৃত্তির টাকা পাঠানো হবে।
এই মেধাবৃত্তি প্রসঙ্গে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অন্য বছর তাদেরকে নোটিশ দিয়ে অফিসে ডেকে এনে বৃত্তির টাকা দেয়া হতো। এবার অনলাইনে মোবাইল ট্রান্সফারের মধ্য দিয়ে করা হচ্ছে।