আধুনিক শিক্ষার পরিবেশ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে আত্মপ্রকাশের সকল সুবিধা প্রদানের প্রতিশ্রতি দিয়ে আজ শনিবার নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২৫তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উপাচার্য স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় তোমাদের সবার জন্য এক নতুন জায়গা, এখানে তোমরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে এবং একজন ভাল ছাত্রই শুধু নয় বরং একজন ভালো মানুষ হিসেবেও বড় হবে। এবং তার জন্য নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তোমাদের সকল প্রকার সহযোগিতা করবে।’