নতুন এমপিওভুক্তি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে এক কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় ৪৯ জন কর্মকর্তা ও ৭ জন শিক্ষকসহ মোট ৫৬ জনকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ কর্মশালার প্রতিনিধি মনোনয়ন করে আদেশ জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলছে, নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে এ কর্মশালা আগামী মঙ্গলবার দিনব্যাপী আমাইয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষার দপ্তর-সংস্থাগুলোর প্রধান ও কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক-উপপরিচালক, কয়েকজন জেলা শিক্ষা কর্মখর্তা একজন সাবেক অধ্যক্ষ ও ছয়জন প্রতিষ্ঠান প্রধানকে অংশ নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।