নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির বই লেখার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামী বছর নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই লেখার কাজ শুরু হয়েছে। যথাসময়ে শিক্ষার্থীরা বই হাতে পাবে। আগামী বছর কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনাও দেয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ চলতে থাকবে।
সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
পাঠ্যবইয়ের ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের মান নিয়ে অনেকে কথা বলেছেন। এবার সবাই সচেতন। আশা করি, মেজর ভুল থাকবে না। আমরা চেষ্টা করবো নির্ভুল পাঠবই দিতে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে।
শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ধারাবাহিভাবে শিক্ষক প্রশিক্ষণ চলতে থাকবে। সব শিক্ষকের মান একরকম না। অনেক শিক্ষক রয়েছেন, যারা নতুন শিক্ষাক্রমের বিষয়টি আয়ত্ত করে ফেলেছেন। তারা ভালোভাবেই চালাচ্ছেন। আর কিছু শিক্ষক অতো ভালো ধরতে পারেনি বা অভ্যস্ত হননি, তাদের হয়তো আরো সময় লাগবে। আর কিছু শিক্ষক রয়েছেন, তিন বছর পরও চিল্লাবেন, যাদের কোচিং বন্ধ হবে, গাইড বই, নোট বই বন্ধ হবে তারা। শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে বুঝতে পারছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না
চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।