দৈনিকশিক্ষাডটকম প্রতিনিধি: আলোকিত সকাল। পূব আকাশে এমন নতুন সূর্য সবার মনে আলো সঞ্চারিত করেছে। নতুন বছর, নতুন বই-এমন সব নতুনের আহ্বানে রৌদ্র করোজ্জ্বল শীতের সকালের আড়মোড়া ভেঙে জেগেছেন সবাই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সবাই। বই উৎসবে মেতে উঠেছেন খুদে শিক্ষার্থী-শিশুরা।
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এখন শিশুদের পদচারণায় মুখর। নতুন বই পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাসে যেনো নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।
কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীর মিরপুরের এই ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব চলছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শিশুদের সঙ্গে এসেছেন তাদের শিক্ষক এবং অভিভাবকেরাও।
গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বছরের প্রথম দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থীর প্রত্যেকে নতুন বই পাবেন। শূন্য হাতে কোনো শিক্ষার্থীকেই নতুন ক্লাস শুরু করতে হবে না। তবে প্রত্যেক শিক্ষার্থীর ভাগ্যে প্রথম দিনে সব বিষয়ের বই নাও মিলতে পারে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সব বিষয়ের সব বই পেলেও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ছয় থেকে আটটি বিষয়ের বই পাবেন। তবে ওই শিক্ষার্থীদের হাতেও আগামী ১০ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্তারা।
জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা (টিজি) বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮০ হাজার ২০৫ শিক্ষার্থী পাবেন ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে দেয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭ পাঠ্যবই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ শিক্ষার্থী পাবেন ২ লাখ ৫ হাজার ৩১টি বই। এ ছাড়া মাদরাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ শিক্ষার্থীকে দেয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬ পাঠ্যবই। মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ শিক্ষার্থী পাবেন ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭ পাঠ্যবই।
বই উৎসবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি ও মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।