বছরের প্রথম দিনে বই উৎসবে মেতে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতিটি শিক্ষালয়। রোববার সকালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন। এই বই উৎসবে হাজারো শিশু নতুন বই পেয়ে বই ও মলাটের গন্ধে উচ্ছ্বসিত হয়ে ওঠে।
রোববার সকালে বই উৎসবে যোগ দিতে ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। এছাড়াও উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহানের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উল্লাপাড়া সরকারি মাচেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়, মোমেনা বিজ্ঞান স্কুল, এইচটি ইমাম গার্লস্ স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া মহিলা দাখিল মাদরাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পূর্ণিমাগাতী উচ্চ বিদ্যালয়, পূর্ণিমাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলিয়া উচ্চ বিদ্যালয়, নয়ানগঞ্জ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের মতো প্রত্যন্ত গ্রাম এলাকাতেও বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পূর্ণিমাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাতি দৈনিক শিক্ষাডটকমকে জানান, সকালেই এসেছি বই উৎসবে। খুব ভালো লাগছে নতুন বই পেয়ে।
ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রতীক আহমেদ তাসিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমি ও আমার বন্ধুরা নতুন বই পেয়ে সবাই খুশি। নতুন বই পাওয়ার আনন্দে খুব ভালো লাগছে।
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী নয়ন বলেন, এবারই প্রথম বই উৎসবে এসেছি। নতুন বই পেয়ে, ভালো লাগছে।
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে বই বিতরণ করা হয়েছে। বই সংকটে সব সাবজেক্টের বই এখনও শিক্ষার্থীদের হাতে পৌছানো সম্ভব হয়নি।
২০২৩ খ্রিষ্টাব্দের বই উৎসবে বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।