দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন। কবির বিন আনোয়ারের অবসরের পর মাহবুব হোসেন তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২২ খ্রিষ্টাব্দের ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হন কবির বিন আনোয়ার এবং ২০২৩ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি সরকারি চাকরি থেকে তাকে অবসর দেওয়া হয়।
মাহবুব হোসেন ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তিন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব, উপসচিব, যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সিনিয়র সচিব হিসেবে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মাহবুব হোসেন ১৪ অক্টোবর ১৯৬৪ খ্রিষ্টাব্দে বরিশাল জেলার মুলাদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাকিম খান ও মাতার নাম বেগম মেহেরুন্নেসা। স্ত্রীর নাম দীনা হক। তিনি দুই পুত্র সন্তানের জনক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি উত্তর লন্ডন বিশ্ববিদ্যালয় হতে ২০০১ খ্রিষ্টাব্দে এমবিএ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ খ্রিষ্টাব্দে জেন্ডার স্ট্যাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।