সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদান করা শিক্ষকদের তথ্য ই প্রাইমারি এডুকেশন সিস্টেম (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। গতকাল মঙ্গলবার অধিদপ্তর থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তারা বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেলক্ষ্যে তাদের প্রয়োজনীয় তথ্য প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করা প্রয়োজন। তাই থানা-উপজেলা শিক্ষা অফিসারদের তার আওতাধীন সব নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের তথ্য ৫ ফেব্রুয়ারি মধ্যে পিইএমআইএস সফটওয়্যারে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।
উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকটি উপজেলায় নতুন শিক্ষকদের তথ্য আপলোড শুরু হয়েছে। আর অন্যান্য উপজেলায় তথ্য আপলোড শুরুর প্রস্তুতি চলছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।