দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে ভার্চয়াল সভা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার মাদরাসা প্রধানদের সঙ্গেও সভা করবেন তিনি। আগামী ১১ ডিসেম্বর থেকে এ সভা অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলের মাদরাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সভা চলবে। সংশ্লিষ্ট অঞ্চলের সভায় ওই অঞ্চলের মাদরাসা প্রধানদের অংশ নিতে হবে।
রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নোটিশে এমপিওভুক্ত ও ননএমপিও মাদরাসাগুলো প্রধানদের বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, ১১ ডিসেম্বর খুলনা অঞ্চলের, ১২ ডিসেম্বর ময়মনসিংহ অঞ্চলের, ১৩ ডিসেম্বর বরিশাল অঞ্চলের, ১৫ ডিসেম্বর রংপুর অঞ্চলের, ১৭ ডিসেম্বর রাজশাহী অঞ্চলের, ১৮ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট অঞ্চলের, ১৯ ডিসেম্বব চট্টগ্রাম অঞ্চলের ও ২০ ডিসেম্বর ঢাকা অঞ্চলের মাদরাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে রাত সোয়া আটটায় এ সভা শুরু হবে। অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিতব্য সংশ্লিষ্ট অঞ্চলের সভায় ওই অঞ্চলের মাদরাসা প্রধানদের অংশ নিতে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের জানানো যাচ্ছে, ২০২৩ খ্রিষ্টাব্দ হতে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।
ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সূচি অনুযায়ী প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে সব প্রতিষ্ঠান প্রধানের জুম আইডি (5723423129) ও পাসওয়ার্ড (1234) ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সংযুক্ত থাকতে হবে।জানা গেছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।