দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে পারদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকের অর্জিত মাত্রার তথ্য নৈপূণ্য অ্যাপে কী উপায়ে অন্তর্ভুক্ত করতে হবে সে বিষয়ে লিখিত নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রস্তুত করা এ নির্দেশনা বুধবার প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে একটি ভিডিও নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পারদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকের অর্জিত মাত্রার তথ্য নৈপূণ্য অ্যাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
জানা গেছে, নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক মূল্যায়নে অংশ নিয়েছেন। তাদের মূল্যায়নের তথ্য ‘নৈপুণ্য’ অ্যাপে ইনপুট দেবেন শিক্ষকরা। সেখানে স্বয়ংক্রিয়ভাবে সূচক পদ্ধতিতে মূল্যায়নের ফল তৈরি হবে। এ অ্যাপেই শিক্ষার্থীদের ফল ও যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। নৈপূণ্য অ্যাপের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। গত ৩০ নভেম্বর ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন শেষে পারিদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকে অর্জিত মাত্রা ১ ডিসেম্বর থেকে অ্যাপে ইনপুট দেয়া যাচ্ছে। শিক্ষকদের ইনপুট দেয়ার কাজে সহায়তার জন্য এ লিখিত নির্দেশনা ও একটি ভিডিও নির্দেশনার লিংক প্রকাশ করা হলো।
সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, লিখিত নির্দেশনা ও ভিডিও লিংক অনুসরণ করে পারদর্শিতার নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশকগুলোর (বিআই) তথ্য ইনপুট দেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।