দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নতুন শিক্ষাক্রমের ‘ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করা হয়েছে’ দাবি করে তা পরিবর্তনের দাবিতে নওগাঁও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারিকুলাম পরিবর্তন ও নির্বাচন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের গেটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন দলটির নওগাঁ শাখা নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সপ্তম শ্রেণির বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ‘ট্রান্সজেন্ডার প্রমোটের’ পরিবর্তন করতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষককে কর্মস্থলে পুনরায় নিয়োজিত করতে হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী আইন সংসদে পাস করতে দেয়া হবে না। সরকার যদি আমাদের এই দাবি মেনে না নেয় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নওগাঁ জেলার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর শাখার সভাপতি আব্দুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন, হাফেজ আব্দুল মমিনসহ অনেকে।