জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে যষ্ঠ ও সপ্তম শ্রেণির শিখন সামগ্রী প্রণয়নে ফরিদপুরে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের ছয় দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে ভ্যানুতে রাজবাড়ী, মাগুরা ও ফরিদপুর এ তিনটি জেলার বাংলা, ইংরেজি, ডিজিটাল প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মাস্টার ট্রেইনাররা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি কক্ষ পরিদর্শন করেছেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফজলুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার বিঞ্চুপদ গোষাল।
এসময় উপস্থিত ছিলেন বাংলা বিষয়ের প্রশিক্ষক ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওলিউল আজম ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রাসেল মিয়া।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ওলিউল আজম বলেন, জ্ঞান ও দক্ষতার পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে জাতীয় শিক্ষাক্রম ২০২২ ও শিখন সামগ্রী প্রণয়ন করা হয়েছে। প্রণীত এ শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য শিখন সামগ্রী ব্যবহার করে কিভাবে শ্রেণি কার্যক্রমকে যৌক্তিকভাবে আরও আনন্দময় এবং শিক্ষার্থীকেন্দ্রিক করা যায় তার উপর জোর দেয়া হয়েছে।