দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন অভিভাবকদের জন্য সহজবোধ্য করার উদ্যোগ নেয়া হচ্ছে। মূল্যায়ন পদ্ধতি অভিভাবকদের জন্য সহজবোধ্য করা যায় কি-না সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিখন ফল অর্জিত হয়েছে কি না, সেটি দেখার জন্য মূল্যায়ন করা হয়। মূল্যায়নের একটি পদ্ধতি হলো পরীক্ষা। অতীতে ও এখনো দেখা যাচ্ছে, যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করছি শিক্ষার্থীদের, তাতে যথার্থভাবে জানতে পারছি না শিক্ষার্থীর শিখন ফল অর্জন হয়েছে কি না। পরীক্ষার ফল ভালো, কিন্তু শিখন ফলের জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা জিপিএ-৫ পাচ্ছে, কিন্তু তার নানা বিষয়ে যে কাঙ্ক্ষিত দক্ষতা ও জ্ঞান অর্জনের কথা ছিল, সেটি হচ্ছে না। তাই মূল্যায়ন (নতুন শিক্ষাক্রম অনুযায়ী) পদ্ধতিতে দীর্ঘ সময় পর জ্ঞানের যাচাই (পরীক্ষা) করার পাশাপাশি বছরের প্রথম দিন থেকেই শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারবেন, যে আসলেই শিক্ষার্থী দক্ষতা অর্জন করতে পারছে কি না। এর পাশাপাশি আগের মতো কিছু পদ্ধতিও থাকবে। এটি একটি মিশ্র পদ্ধতি হতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন করার পর অভিভাবকরা যাতে সেটা বুঝতে পারেন তার সন্তান কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছে-সেই বোঝার জায়গাটি সহজ করা নিয়ে আলোচনা করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, নতুন শিক্ষাক্রমে নিম্নমাধ্যমিক পর্যায়ে শিক্ষাবর্ষ শুরু করেছেন, তাদের মূল্যায়ন বছরের প্রথম থেকেই শুরু হয়েছে। একটি স্মার্ট প্লাটফর্মে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ হচ্ছে। আমরা ফেব্রুয়ারি-মার্চ মাসেই জানতে পারবো তারা কতটুকু দক্ষতা অর্জন করেছেন। আগের পদ্ধতিতে এটি জানতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতো। তখন আর সুযোগ থাকতো না শিক্ষার্থীর ঘাটতি পূরণ করার।
২০২৩ খ্রিষ্টাব্দে শুরু হয় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। সে বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এরপর ২০২৫ খ্রিষ্টাব্দে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।