বিভিন্ন স্কুলে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস সঠিকভাবে নেয়া হচ্ছে কি-না তা তদারকি করতে মাস্টার ট্রেইনারদের নিয়ে পরিদর্শন টিম গঠন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ টিম গঠন করতে বলা হয়েছে। এ টিমের পরিদর্শনে করে যেসব স্কুল নতুন কারিকুলামের আলোকে ক্লাস হচ্ছে না বলে জানাবে সেসব স্কুলে ইন-হাউজ প্রশিক্ষণসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলেছে অধিদপ্তর।
বুধবার সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের প্রশিক্ষণ সহকারী পরিচালক ড. নীহার পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, নতুন কারিকুলাম অনুযায়ী স্কুলগুলোতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস চলছে। ইতোমধ্যে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষকরা প্রশিক্ষণ লব্ধজ্ঞান সঠিকভাবে প্রয়োগ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি-না তা পরিবীক্ষণ ও মূল্যায়ন করার জন্য উপজেলা মাস্টার ট্রেইনারদের অন্তর্ভুক্ত করে পরিদর্শন টিম গঠন করবেন। এ টিমের পরিদর্শন প্রতিবেদনের আলোকে যে স্কুলগুলোতে সঠিকভাবে নতুন কারিকুলামের আলোকে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে না সে স্কুলগুলোতে ইনহাউজ প্রশিক্ষণ আয়োজনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।