ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। ব্যবহারকারীদের সহজে শর্টস ভিডিও তৈরির সুযোগ দিতে ‘ভিউয়ার ক্রিয়েটেড শর্টস ফিচারিং কমেন্টস’–সুবিধা চালু করছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব ভিডিওতে দর্শকের মন্তব্য কাজে লাগিয়ে সরাসরি শর্টস ভিডিও তৈরি করা যাবে। এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি।
ইউটিউব জানিয়েছে, নির্মাতাদের পাশাপাশি যেকোনো ব্যক্তি অন্যদের প্রকাশ করা ভিডিওতে থাকা মন্তব্য কাজে লাগিয়ে শর্টস তৈরি করতে পারবেন। ব্যবহারকারীর করা মন্তব্যে ক্লিক করে ক্রিয়েট শর্টস অপশন নির্বাচন করলে বিভিন্ন গান ও ইফেক্ট যোগ করার সুযোগ পাওয়া যাবে। ফলে সহজেই ভিডিওতে মন্তব্যের তথ্য যুক্ত করে প্রতিক্রিয়া জানানো যাবে। প্রাথমিকভাবে স্মার্টফোনে এ সুযোগ মিলবে।
নিজেদের প্রকাশ করা ভিডিওর ওপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তি শর্টস ভিডিও তৈরি করলে বাধা দিতে পারবেন না নির্মাতারা। এমনকি যে দর্শকের মন্তব্য থেকে ভিডিও তৈরি করা হয়েছে, তিনিও তা জানতে পারবেন না। ফলে যেকোনো ব্যক্তি চাইলেই ভিডিওতে থাকা মন্তব্য কাজে লাগিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ