দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী: ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছে নরসিংদী জেলা প্রশাসন।
রোববার সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু পৌরপার্কে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় রয়েছে বিভিন্ন স্কুল-কলেজ ও ক্লাবের ৪৬টি প্রজেক্ট।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোবাশ্বের আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।